বিধান মন্ডল: ফরিপুরের সালথা উপজেলায় স্বল্প পরিসরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধিনতা দিবস ২০২০ পালিত হয়েছে। সালথা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ শে মার্চ সকাল সাড়ে ৯ টায় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত শহীদ মিনার ও বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে বৃহসপ্রতিবার ভোরে সালথা থানা চত্তরে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে শহীদদের স্মরন হয়।
প্রথমে মাননীয় সংসদ উপনেতার পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সালথা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা, সালথা প্রেসক্লাব, উপজেলা অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। জনসমাগম এড়িয়ে ৩/৪ জন করে উপস্থিত থেকে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আসাদ মাতুব্বর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন মহামারি করোনা ভাইরাসের কারেনে স্বল্প পরিসরে মহান স্বাধিনতা দিবস পালিত হল। করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করা হবে। করোনার প্রকোপ ঠেকাতে উপজেলার জনসাধারনকে জনসমাগম এড়িয়ে চলার অনুরোধ করা হল।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর বলেন বলেন করোনা ভাইরাসের প্রকোপ কমাতে পুলিশ প্রশাসন সর্বদা কাজ করে চলেছে। পুলিশ প্রশাসন কে সবাই সহযোগিতা করবেন। আমরা সচেতন হলেই এই মহামারি বাংলাদেশ থেকে দূর হবে। আইন মেনে চলুল নিরাপদে থাকুন।