আবু বক্কার, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে করোন ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
২৮ মে, বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের করোন ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও নিম্ন আয়ের ৫০ জন মানুষদের মাঝে ৫শ টাকা করে মোট ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, জাগরণী চক্র ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার সামশুল হক,অফিসার সিন্ধু চন্দ্র বর্মন সাংবাদিক জাহাংগীর, সাংবাদিক সাদেক আলী, সাংবাদিক সোহেল চৌধুরী প্রমুখ।