গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) নির্দেশে এস আই মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৩ জুলাই বেলা ১১.১৫ ঘটিকার সময় ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তানভীর আহম্মেদ (৩০) কে এবং এস আই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ২৩ জুলাই বিকালে ভালুকা থানাধীন ভরাডোবা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল মিয়া (২৪), মোঃ নজরুল ইসলাম (৩২), মোঃ রবিন মিয়া (২০), ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।