
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে ডিবি’র অভিযানে ০৩ মোবাইল চোর, ২ মাদক কারবারী সহ মোট গ্রেফতার ০৫ জন, ০৫টি মোবাইল সেট, ০১টি পরিত্যক্ত পাইপগান ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার নির্দেশে এসআই (নি) আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করে ইং ০৯ মার্চ ১৫.০০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ মোড়ে ০৫টি চোরাই মোবাইল সেট সহ মোবাইল চোর মোঃ হৃদয় (২০)মোঃ ঝুটন (১৯), মোঃ হাবিবুল্লাহ (২০),এবং এসআই(নিঃ) মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনাকালে একই রাতে ১৯.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় জয়বাংলা চত্তরের সামনে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায় মো: জিলানী মিয়া (২৫) ও এসআই(নিঃ) মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ গফরগাঁও থানা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালাকালে ইং ০৯/০৩/২০২০ তারিখ ১৫.১৫ ঘটিকার সময় গফরগাঁও থানাধীন ভারইল থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায় মোঃ আকিব হাসান (২২), গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীসহ চলে আসা সময় ভারইল গ্রামস্থ কলকাকলি বিদ্যানিকেতন (কেজি) স্কুল এর টিনসেড ঘরের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ০১ টি পাইপগান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।