শরীফ হোসেন ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ০৩/০৪/২০২০ আজ ভালুকায় ০৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে ০২ জন হবিরবাড়ীর ড্রাইভারপাড়ার ডেইলি ইয়ার্ন ডায়িং এর কর্মচারী, তাদের নিজ বাড়ি নরসিংদী। ০১ জন ধীতপুরের রান্দিয়া গ্রামের অধিবাসী। তিনি একজন গৃহিনী। আর একজনের তথ্য এখনো পাওয়া যায়নি। আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১ চিকিৎসকসহ ৬ জন, ভালুকায় ৪, ঈশ্বরগঞ্জে ২, গফরগাঁওয়ে ১, হালুয়াঘাটে ১ এবং ফুলবাড়ীয়ার ১ জনসহ ময়মনসিংহ জেলায় মোট ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৬৯ জনের করোনা শনাক্ত হলো। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন।