
ভোলা প্রতিনিধি: ভোলা সদর থানার পৌরকাঠালী এলাকা থেকে মোসা সালমা (৪৫), আবুল বাসার সোহাগ (২৪) ও বনি আমিন সজল (২০) নামের তিন মাদক ব্যবসায়ীকে ৫০পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। বুধবার রাতে ভোলা সদর পৌরকাঠালী ৮নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত-মোসা সালমা ভোলা সদর থানার পৌরকাঠালী ৮নং ওয়ার্ডের মোঃ সালাউদ্দিন সিকদারের স্ত্রী।
আবুল বাসার সোহাগ একই এলাকার আবু তাহেরের ছেলে। বনি আমিন সজল একই এলাকার কাঞ্চন সিকদারের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মোঃ আবু জাফর বিশ্বাস ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর পৌরকাঠালী ৮নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মোসা সালমা, আবুল বাসার সোহাগ ও বনি আমিন সজল নামের তিনজনকে ৫০পিচ ইয়াবা সহ আটক করা হয়।
তাদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভোলা সদর মডেল থানায় অফিসার ইনচার্জ(ওসি) মোঃ এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
কামরুজ্জামান শাহীন