শরীফ হোসেন ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ভালুকায় সড়কেগণ মানুষের পরিবহন বন্ধ থাকায়। পায়ে হেঁটে যাচ্ছে ঢাকা রোববার থেকে পোশাক কারখানা খুলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরিতে যোগ দিতে ঢাকা, সাভার, গাজীপুরসহ বিভিন্ন কারখানায় ছুটছেন পোশাক শ্রমিকরা।রোববার থেকে পোশাক কারখানা খুলছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরিতে যোগ দিতে ঢাকা, সাভার, গাজীপুরসহ বিভিন্ন কারখানায় ছুটছেন পোশাক শ্রমিকরা।কিন্তু তাদের অভিযোগ রাস্তা কোন গণপরিবহন না থাকায় তাদের রিকশা, ভ্যানে চড়ে প্রয়োজনে পায়ে হেঁটেও পৌঁছাতে হবে কারখানায়। যা রীতিমতো ভোগান্তিকর।
ভালুকা বাসস্ট্যান্ডে হইতে। মাস্টার বাড়ি যাবে ৮০টাকা ভাড়া কভার ভ্যান ভাড়া হচ্ছে গাজীপুর ৩০০টাকা থেকে আবার উঠলেন একটি রিকশা ভ্যানে স্কয়ার মাস্টার বাড়ি ৮০টাকা ভাড়া প্রাইভেট কারের ভাড়া সাভার পর্যন্ত প্রতিজন ৫০০টাকায় ফয়সালা করলেন। রিকশাচালকের সাথে। প্রতি ভ্যানে যাত্রী নেওয়া হচ্ছে কমপক্ষে পাঁচজন যেখানে নামক১০০ টাকা ভাড়া স্কয়ার মাস্টার বাড়ি পর্যন্ত রিকশা-ভ্যান যাতায়াত করেন।