আশিকুর রহমান রনি: ২ মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের লোকনাথ টেংকের পাড় থেকে জেলা নির্বাচন অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় একটি বর্ণ্যাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে স্থানীয় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান। এতে জেলা নির্বাচন অফিসার মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় এবং ভোটারদের অধিকার নিশ্চত করতে সরকার নানামূখী উদ্যোগ বাস্তবায়ন করছে।