বিধান মন্ডল সালথা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ( ৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত শিশু মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা তথ্য অফিস এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন সালথা এর সার্বিক তত্যবধায়নে ১১ই মার্চ ২০২০ মঙ্গলবার বেলা ১২টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বিদ্যালয় প্রঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে মেলার উদ্ভোধন ঘোষনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এর সভাপতিত্বে শিশু মেলার উদ্ভোধন করেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতু্ব্বর। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সিনিয়র তথ্য অফিসার মেহেদি হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার স্বপ্না বৈদ্য, সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক খায়রুল বাসার, ঊপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ওহাব মাতুব্বর, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকার কে শিশু ও নারী উন্নয়নের জন্য ধন্যবাদ জানান পাশাপাশি যে কোন ধরনের সমস্যা ও তা সমাধানের সবাইকে সচেতন হতে বলেন। শিশু মেলায় ৬টি স্টল প্রদর্শিত হয়। আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।