

বিধান মন্ডল সালথা ফরিদপুর প্রতিনিধি: মিট দ্যা ইউএনও এর ব্যানারে ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার উপজেলার ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ২২ জন শিক্ষার্থীর সাথে প্রাণবন্ত আলোচনা করেন। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশক্রমে রবিবার ২৩ শে ফেব্রয়ারি ২০২০ সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে ব্যাতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন সালথা।
এটা ছিল মিট দ্যা ইউএনও এর চতুর্থ মাসিক ব্যাচ। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল খায়ের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সপ্না বৈদ্য একাডেমিক সুপার ভাইজার, নীলিমা অধিকারী উপজেলা তথ্য আপা, বাবু জয়ন্ত কুমার বিশ্বাস প্রধান শিক্ষক সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়, মোঃ রফিকুল ইসলাম সিকদার, সাংবাদিক আরিফুল ইসলাম প্রমূখ এছাড়া কয়েকটি স্কুলের শিক্ষক ও কয়েকজন অভিভাবকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আগত শিক্ষার্থীদের সাথে নিজের বিভিন্ন কর্ম সফলতা, কাজের অভিজ্ঞতা, বাল্যকাল নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের সাথে তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করেন পাশাপাশি সামাজিক সমস্যা নিরসনে তাদের এগিয়ে আসার কথা বলেন। শিক্ষার্থীরা নিজেদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার পাশাপাশি বাল্যবিবাহ না করে স্বাবলম্বী হবার কথা বলে।