
মো: বেল্লাল হোসেন: ১৬ফেব্রয়ারি বিকেল ৪ ঘটিকার সময় পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মোঃ আবুল হোসেন (৩৯) পিতা মোঃ আঃ আলী গ্রামঃ আলীপুর কে গিলাবাড়িয়া বাজার থেকে র্যাব-০৮ পটুয়াখালীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ২০ পিচ ইয়াবা সহ আটক করে। র্যাব-৮ পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচ উদ্দিন যানান, আবুল হেসেন আলীপুর ইউনিয়নের আশে-পাশের এলাকায় দীর্ঘদিন ইয়াবা বেচাবিক্রি করে আসছে। আবুল হোসেন আমাদের নজরদারিতে ছিলো গোপন সংবাদের বিত্তিতে অদ্যদিন ২০পিচ ইয়াবা সহ আটক করা হয়।