কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসিতে আজ সকালে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী গণমাধ্যমকর্মীদের হাতে হাতে প্রধান অতিথি হিসেবে তুলে দেন মিডিয়াবান্ধব জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও জেলা ত্রান কমিটির উপদেষ্টা জননেতা হাজী রবিউল ইসলাম, সদর উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান জননেতা আতাউর রহমান আতা।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব (বাংলাদেশ বেতার), সহ সভাপতি মীর আল আরেফিন বাবু ( ডেইলি ইনডিপেনডেন্ট), জামিল হাসান খান খোকন (নিউজ 24 টিভি), সোহেল রানা ( জিটিভি ও দৈনিক যায়যায়দিন), যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল ( আরটিভি), আরিফুজ্জামান লিপ্টন ( দৈনিক হিসনা বাণী), সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন শ্যামলী ( এনটিভি), কোষাধ্যক্ষ মিলন উল্লাহ ( ইনডিপেনডেন্ট টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান ( দৈনিক পদ্মা গড়াই),
দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস ( দৈনিক সময়ের দিগন্ত), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ ( দৈনিক মুক্তবাংলা), তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু ( দৈনিক ঢাকার ডাক), নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ ( ডেইলি নিউনেশন), তৌফিক তপন ( দৈনিক স্বাধীন সংবাদ), শাহীন আলী ( একাত্তর টিভি), তুহিন আহমেদ ( এটিএন বাংলা), দেবেশ চন্দ্র সরকার ( দীপ্ত টিভি), জাহাঙ্গীর হোসেন জুয়েল ( কুষ্টিয়ার চেতনা), ফিরোজ কায়সার (আনন্দ টিভি), কে এম শাহীন রেজা ( দৈনিক জাতীয় অর্থনীতি, বিডিটাইমস নিউজ ও ডাকুয়া), রিয়াজুল ইসলাম সেতু ( বিজয় টিভি), সোহানুর রহমান শিপন ( এশিয়ান টিভি), প্রদীপ সরকার ( দৈনিক সংবাদ), ইসমাইল হোসেন ( দৈনিক সময়ের আলো), আরাফাত হোসেন ( দৈনিক আরশীনগর),
আব্দুল আলীম সাচ্চু (জয়যাত্রা টিভি), হেলাল উদ্দিন ( কেটিভি), জিল্লুর রহমান (বাংলায় প্রতিদিন), জাহাঙ্গীর খান ( দৈনিক প্রতিজ্ঞা), মাহফুজুর রহমান ( দৈনিক শিকল), আতিকুজ্জামান ছন্দ ও শেখ নাজমুল হোসেন ( দৈনিক প্রতিজ্ঞা), অধ্যাপক আমিরুল ইসলাম ( সাপ্তাহিক মুকুর), হাফিজুর রহমান জীবন ( এমটিভি), আলেক চাঁদ ( দৈনিক সময়ের দিগন্ত), চাঁদ আলী ( দৈনিক স্বর্ণযুগ), সুলতান সেলিম সবুজ ( দৈনিক কুষ্টিয়া প্রতিদিন), কাজী সাইফুল ( গ্রীন টিভি), জাকির হোসেন (দৈনিক বিজনেস ফাইল), ফিরোজ হোসেন ( দৈনিক পদযাত্রা), হুমায়ন কবীর ( দৈনিক কুষ্টিয়া), সেলিম রেজা বাচ্চু ( দৌলতপুর বার্তা), আরিফুল ইসলাম ( কুমারখালী বার্তা), জান্নাতুল ফেরদৌস ( দৈনিক পদ্মা গড়াই), মতিউল ইসলাম মধু ( দৈনিক কুষ্টিয়া বার্তা), মাহমুদুল হাসান, এম এ মান্নান ( দৈনিক স্বাধীন সংবাদ), নওশাদ আলী ( দৈনিক ডেসটিনি), ইব্রাহীম খলীল ( দৈনিক মাতৃভাষা), এম এ ওহাব ( দৈনিক ভোরের আলো), মোমেছুর রহমান ( দৈনিক দেশতথ্য ও দৈনিক ঘোষণা), ইমরুল হক লিংকন ( দৈনিক লালন কন্ঠ), ইউসুফ আলী ( উৎসব টিভি) সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।