সিলেট জেলা প্রতিনিধি: মানুষ মানুষের জন্য – এরই অন্যন্য দৃষ্টান্ত স্হাপন করলেন এস এমপি এর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ শাহাদত হোসেন।মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি পরিবারের মুখে হাসি ফুটে, একজন মানুষ ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখে—তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব হয়।
করোনার এই পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছেন দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলো। এরই ধারাবাহিক অদ্য ১৭/০৪/২০২০ খ্রিঃ তারিখে কাকুয়ারপাড় এলাকা থেকে ফোন দিয়ে বাচ্চাদের খাবার চাইলেন এক মহিলা।
ফোন কল পেয়ে নাছোড়বান্দা ওসি নিজেই বাজার সদাই করে নিজ হাতে সহকর্মীদের সাথে নিয়ে ত্রাণ নিয়ে ঘটনাস্থলে হাজির হন।