বিধান মন্ডল সালথা ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছে প্রশাসন। শনিবার ২৮ শে মার্চ বেলা ১০ টায় সারা ফরিদপুর জেলায় একসাথে এই ত্রাণ সামগ্রী পোছে দেওয়া হয়। ফরিদপুরের সাথে সালথা উপজেলার ৮ টি ইউনিয়নে একসাথে এই ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হয়।
উপজেলায় প্রতিটি ইউনিয়নে দুজন করে কর্মকর্তা ভাগ হয়ে ১ম পর্যায়ে গট্টিতে ৬০ টি, সোনাপুর ও আটঘরে ৪০টি এবং বাকি ইউনিয়ন গুলোতে ৩০টি করে মোট ২৯০ টি ত্রাণ সামগ্রী পৌছে দেয়। সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার উপস্থিত হয়ে ভাওয়াল ইউনিয়নে ৩০ টি ত্রাণ সামগ্রী পৌছে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, ভাওয়াল ইউনিয়নের সচিব আব্দুল্লাহ আল~মামুন, ইউপি সদস্য আরিফ হোসেন প্রমূখ।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন আমাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে, আজ ১ম পর্যায়ে ছোট ছোট চায়ের দোকান, সেলুন সহ যাদের একমাত্র উপার্যন ছিলো দোকান সেইসাথে যারা দিন আনে দিন খায় আমরা তাদের মধ্যে ১০ কেজি চাল ৫ কেজি আলু, ২ কেজি ডাল করে উপজেলায় মোট ২৯০ টি ত্রাণ সামগ্রী পোছে দিচ্ছি। যদি প্রয়োজন পরে পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে।