মো:আশিকুর রহমান রনি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি বুরো (২০)বিশ মৌসমে ধান সংগ্রহের লক্ষে ডিজিটাল লটারীর মাধ্যমে কৃষক নির্বাচিত হয়। ডিজিটাল খাদ্য সংগ্রহ ব্যাবস্থাপনায় কৃষক অ্যাপস এর পাইলটিং এর কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত লটারি কার্যক্রমে ক্ষুদ্র,মাঝারি ও বড় সহ ৭৬৩ জন কৃষক অংশ গ্রহন করে। এর মধ্যে ৫৬৩ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। যাতে প্রতি কেজি ধান ২৬ টাকা দরে ক্রয় হবে। বৃহস্পতিবার দূপুরে আশুগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে লটারি কার্যক্রম সম্পন্ন করা হয়।
এসয় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সী,উপজেলা নির্বাহী অফিসার মো: নাজিমুল হায়দার, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো:মাইনুল ইসলাম, ফুড অফিসার সাহাদত হোসেন,জেলা হাসকিং মিল মালিক সমিতির সাধারন সম্পাদক স্বপন ভূইয়া, উপজেলা হাসকিং মালিক সমিতির সভাপতি মো: জুবায়ের হায়দার বুলু, সাধারন সম্পাধক মো: হেলাল শিকদার, উপজেলা টেলিভিশন জারনালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, আশুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: আশিকুর রহমান রনি, হিন্দু বৌদ্ব ঐক্য পরিষদের আশুগঞ্জ সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিস প্রমুখ।